নিজেরটা ভাবার অবকাশ পায় না তারা। এই মানুষগুলি কিছুটা সেন্সেটিভ তো হয়-ই।একটা ভীতি কি থাকে জন্মলগ্ন থেকেই? নিজেরটা ছেড়ে অন্য কি ভাবছে -- আগে তার মনটা ভাবতে ভাবতেই বড় হয়ে ওঠে তারা। এরা সবসময় সিদ্ধান্ত গ্রহনে অন্যের চিন্তা ও প্রস্তাবের সাথে নিজের চিন্তার সমন্বয় ঘটাতে চেষ্টা করে।সমঝতা রক্ষার জন্য অন্যের সিদ্ধান্তের ভিতরে ভালোটা খোঁজার চেষ্টা করে।নিজেরা ছাড় দিতে পারে! সংসারে এই মানুষগুলি, নারী কি পুরুষ -- সবসময়ই ত্যাগ স্বীকার করে চলে, শান্তি সৃষ্টি করে সংসার জুড়ে।