আজ শুক্রুবার ০১/১৫/২০২১ আমার দ্বিতীয় দফা ভ্যাকসিন নিতে (USA) ওয়াসিংটন ডিসি'তে যেতে হয়েছিল । আর্লিংটন দিয়ে লিংকন মেমোরিয়াল পার হতেই দেখলাম অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে মিলিটারী ট্রাক দিয়ে, মিলিটারীরা রাস্তার মোড়ে মোড়ে দাড়িয়ে আছে, হাতে তাদের মেশিন গান । গাড়ি চলাতে খুব একটা স্বস্তি পাচ্ছিলাম না । ভয় হচ্ছিলো কি যে ভুল করে বসবো, গাড়ি থামালে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে । ভ্যাকসিন দিতে গন্তব্যে স্থলে পৌঁছালাম বটে কিন্তু যেখানে আমার লেফট টার্ন করার কথা ছিল মেলেটারীর বেরিকেড'র জন্য তা মিস করলাম । যা হোক কোনোমতে ঘুরে ঘুরে আমার ভ্যাকসিন দেবার স্থানে পৌঁছালাম।
ভ্যাকসিন দেবার পর, গাড়ি নিয়ে বের হয়ে কোন দিক যাবো বুজতে পারছিলাম না । কেননা GPS যে ভাবে দেখছিলো সেইসব জায়গায় তারা মিলিটারী ট্রাক ও কমলা রং'র কোণ দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে । এখন আমাকে ডানে যেতে হবে । কিন্তু ওদের ভাব খানা দেখে মনে হচ্ছে আমাকে যেতে দেবে না ডান দিকে । সাহস করে গাড়ির ডানে যাবার সিগন্যালটি অন করে দিলাম, দেখি না কি হয় !! সাথে সাথে একজন বন্দুক ধারী মিলিটারী দৌড়ে এলো, একটা অদ্ভুত অনুভূতিতে শরীর শির শির করে উঠলো ওর এগিয়ে আসা দেখে । সাথে সাথে আমি আমার গাড়ির ডান দিকের জানালা'র গ্লাস নামিয়ে দিলাম, সে এসেই জিজ্ঞেস করলো, "Show me your credential" হাতের কাছেই ছিল সাথে সাথে তুলে ধরলাম । বললো, "Go" আর এক জন হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিলো কোন দিক দিয়ে টার্ন নিতে হবে ।
বের হয়ে এলাম এক অনুভূত অনুভূতি নিয়ে । ২০শে জানুয়ারি ২০২১ আমাদের নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তের দিনের জন্য খুব ভালোভাবেই সুরক্ষিত করা হয়েছে হোয়াইট হাউস ও ক্যাপিটাল হিলে'র আস পাশ গুলো, এদেশের কিছু পাগলা ধরণের মানুষের জন্য, যারা কিনা ৬ই জানুয়ারি ২০২১ ক্যাপিটাল আক্রমণ করেছিল, কি হাসিল করতে চেয়েছিলো ? আমার তা মোটেও বোধগম্য নয় ।
যা হোক আমি ওয়াসিংটন ডিসি'র সিকিউরিটির যে ব্যবস্থা দেখলাম, আমার কাছে মনে হলো রীতি মতো এক যুদ্ধ ক্ষেত্র । কারো কোনা জরুরি কাজ না থাকলে ওয়াসিংটন ডিসি থেকে দূরে থাকুন ২০শে জানুয়ারি ২০২১ পর্যন্ত ।