❮ Back (click to back)
বাসায় বসেই আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন
Wednesday, April 08, 2020 12:50:24
Written by : Kochee Khan
5
(2 Rated out of 921 Read)

যেখানে স্কুল/কলেজ, অফিস/আদালত অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, দোকান থেকে পেপার টাওয়াল ও অন্যানো জীবাণুনাশক কেমিক্যাল বিক্রি হয়ে গেছে, যেখানে আমরা নিজেদের সব কিছু থেকে আলাদা করে বসবাস করার চেষ্টা করছি । সেখানে এই পরিবেশে আমরা মোটেও সতর্ক নই । ১৫ দিনের জন্য আমাদের সতর্ক থাকতে হবে । মাত্র ১৫দিন । এই টুকু ধ্যৈর্য নেই আমাদের । আমরা যে সব কাজ বোকার মতো করছি, করে নিজেদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১০০% করে ফেলছি এবং পরিবারের অন্যানো সদস্যদেরও করোনা ভাইরাস আক্রান্ত হবার ঝুঁকির বাড়িয়ে দিচ্ছি বাসায় বসে বসেই, আমি তা নিম্নে তুলে ধরলাম:

১. ড্রাইভ ওয়ে থেকে খাবার কিনছি
২. উবের অর্ডার দিয়ে খাবার কিনছি
৩. বাসায় সার্ভিসের জন্য বহিরাগতদের বাসায় আসার জন্য বলছি
৪. বাসায় বাচ্চারা অন্যানো বন্ধু/বান্ধবীদের নিয়ে আসছে
৫. ক্রেডিট কার্ড ব্যবহার করছেন কিন্তু তা পরিষ্কার করছেন না
৬. বাসায় যেকোনো ডেলিভার আসলে তা পরিষ্কার করছি না (যেমন আমাজন থেকে কোনো কিছু আসলে )
৭. এপার্টমেন্ট বিল্ডিং এর পাবলিক দরজা/এলিভেটর বাটন খালি হাতে ধরছি
৮. অন্য কারো মাধ্যমে গ্রোসারি কিনে আনছেন

এরকম অনেক ছোট খাটো কর্ম আমরা অনেকে অসতর্ক ভাবে করে যাচ্ছি, তা কি আমরা খেয়াল করছি ? সুতারং আমাদের আরো সতর্ক থাকতে হবে। নিজে বাঁচুন অন্যকেও বাঁচতে দিন । শুধু বাথরুম টিসু কিনে রাখলেই হবে না, সব কিছুতেই সাবধান থাকতে হবে । আপনি পরিষ্কার থাকলে আপনার পরিবারও ভালো থাকবে ।

Click on stars for reating this article.
  • 0.5
  • 1.0
  • 1.5
  • 2.0
  • 2.5
  • 3.0
  • 3.5
  • 4.0
  • 4.5
  • 5.0
not rated
edit